নামাজীর ছদ্মবেশে মসজিদে ঢুকে বোমা বিস্ফোরণ, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের মুবি শহরের একটি মসজিদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ২৭ জন, আহত অর্ধশতাধিক। মঙ্গলবার নামাজরত মুসল্লিদের ওপর এই হামলা চালানো হয়।

পুলিশ জানায়, নামাজীর ছদ্মবেশে মসজিদে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করলে মসজিদের বাইরে ঘটানো হয় দ্বিতীয় দফায় বিস্ফোরণ।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ ।

জঙ্গিগোষ্ঠী বোকো হারাম শহরটিতে বেশ সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। হামলার পর মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

একুশে/এএ