ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়ার সিউল সেন্ট্রাল মসজিদে ৩ দিনব্যাপী বিশ্বইজতেমা শুরু হচ্ছে শনিবার (৫ মে) থেকে। চলবে ৭ মে সোমবার পর্যন্ত। সারাবিশ্ব থেকে তাবলীগসহ সাধারণ মানুষ এই ইজতেমায় যোগ দিবেন। কোরিয়ায় ৫ মে থেকে ৭ তারিখ পর্যন্ত ছুটি থাকায় কোরিয়ার বিভিন্ন শহর থেকে ধর্মপ্রাণ মুসলমানের ব্যাপক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রতিবছর ইজতেমায় অস্ট্রেলিয়া, কুয়েত, থাইল্যান্ড, জাপান, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, মিশর, উজবেকিস্তান, শ্রীলংকা, কিরগিস্থান কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলীগের মেহমানরা সিউল ইজতেমায় অংশগ্রহণ করেন।
সিউল কেন্দ্রীয় মসজিদে থাকা এবং খাবারের ব্যবস্থার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সিউল ইজতেমা পরিচালনা কমিটি।
কুমদোং মাসাল্লার জিম্মাদার বলেন, ষষ্ঠতম এই ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তিনি কোরিয়া প্রবাসী সকল ধর্মপ্রাণ মুসলিমদেরকে ইজতেমায় অংশগ্রহণ করতে অনুরোধ জানান।
একুশে/ওএফএইচ/এটি
