ঢাকা: জার্মানির মিউনিখ শহরের অলিম্পিয়া শপিং মলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো আহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। কে বা কারা এ হামলা করেছে জার্মান সরকার এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি। হামলাকারীদের খোঁজে মিউনিখ জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও কিশোর রয়েছে। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে জার্মান পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
মিউনিখ পুলিশ প্রধান হুবার্টাস আন্দ্রে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথমে হামলাকারী তিনজন মনে করা হলেও তদন্তে দেখা গেছে, বাকি দু’জন হামলার সময় দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
তিনি বলেন, মূল হামলাকারী মিউনিখ শহরতলীতে বসবাসকারী ১৮ বছর বয়সী ইরানি তরুণ। তার জার্মান নাগরিকত্বও রয়েছে। তবে এখন পর্যন্ত এ হামলার কারণ স্পষ্ট নয়। হামলার ঘটনায় মিউনিখজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামলার পর পাবলিক প্লেস এড়িয়ে চলতে বাসিন্দাদের পরামর্শ দেয়া হয়েছে।
হামলার পর শহরের সব যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হলেও পরে তা খুলে দেয়া হয়েছে। ট্রেন, বাস ও ট্রাম চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা জার্মানির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অলিম্পিয়া সেন্টারে বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনার পর জরুরি বৈঠকে বসে দেশটির সরকার।
চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের চিফ অফ স্টাফ পিটার আল্টমেইয়ার বলেছেন, কারা এই হামলা চালিয়েছে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। এটা যে সন্ত্রাসী হামলা নয়, আমরা তাও উড়িয়ে দিচ্ছি না। আবার সেটি নিশ্চিত করে এখনি বলতেও পারছি না। তবে সবগুলো বিষয় মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।
