উইকেটশূন্য মোস্তাফিজ, হারলো সাসেক্স

mustafizঢাকা: শুক্রবার রাতটা মোস্তাফিজের হলো না। এ ম্যাচে জ্বলে উঠেননি কাটার বয়। ৩.২ ওভার বল করে রান দিলেন ৩১, পাননি উইকেট। কাটার বয়ের হতাশার রাতে হতাশা সঙ্গী হয়েছে সাসেক্সেরও। ৬ উইকেটে ‘ডু অর ডাই’ ম্যাচটি হেরে টি-২০ ব্লাস্ট থেকে কার্যত ছিটকে পড়লো মোস্তাফিজের দল, যদিও এখনও একটি ম্যাচ বাকি তাদের।

প্রথমে ব্যাট করতে নেমে সাসেক্স তুলেছিল ৬ উইকেটে ১৫৩। ১০ বল হাতে রেখে মাত্র ৪ উইকেটে সহজে লক্ষ্যে পৌছে যায় সারে।

১৫৪ রান বড় কোনো টার্গেট নয়, সেটা বুঝিয়ে দিল সারে। জেসন রয় ও অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটিতে আসে ২৮ রান। ফিঞ্চ ১৩ রানে আউট হলেও রয় ও পিটার সিবলে মিলে দলকে অনেকদূর এগিয়ে নিয়ে যান।

দলের চতুর্থ ওভারে বল করতে আসেন মোস্তাফিজ। প্রথম চারটি বল দারুণ করলেন। কিন্তু শেষ দুই বলে চার হাঁকান জেসন রয়। মানে নিজের প্রথম ওভারে দিলেন ১০ রান। তবে দ্বিতীয় ওভারে নিজেকে ফিরে পেলেন কাটার বয়। উইকেট না পেলেও এ ওভারে দিলেন মাত্র ৪ রান। নিজের তৃতীয় ওভারটি ব্যয়বহুল হয়ে গেল। এ ওভারে রান দিলেন ৯। ততোক্ষণে সারের জয়টা একরকম নিশ্চিত হয়ে গেছে। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সারে। দলের পক্ষে সিবলে সর্বোচ্চ ৪০ রান করেন। এছড়া জেসন রয় ৩৬, ফকস ২২ ও মরিস ২০ রান করেন। ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোস্তাফিজ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৩ রান তোলে মোস্তাফিজের দল। এদিনও মোস্তাফিজকে ব্যাট করতে নামতে হয়নি। সর্বোচ্চ ৪৫ রান আসে উইকেট রক্ষক গ্রেইগ কাচোপার ব্যাট থেকে। এছাড়া ওপেনার ন্যাশ করেন ৩৯ রান।