চট্টগ্রাম : শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী বলেছেন, কোটাবিরোধী আন্দোলনের নামে যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, নিজেদের বুকে রাজাকার লিখেছে তারা চাকরি পাবে, কিন্তু কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
শনিবার (৫ মে) বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশে বক্তব্য রাখেন নুজহাত চৌধুরী। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ।
নুজহাত বলেন, ‘চাচা, আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আপনারা জীবনের শেষ বেলায় এসে ছোট ছোট ছেলেমেয়েদের কাছে অপমানিত হয়েছেন। তারা চাকরি চায়। শুধু এই স্বার্থের জন্য কোটাবিরোধী আন্দোলনের নামে তারা আপনাদের যে পরিমাণ অপমান করলো, মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই।’
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৪৫ বছর পর এসে আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ধরনের স্লোগান তারা (কোটা সংস্কারের আন্দোলনকারীরা) দিয়েছে, জীবনে প্রথম আমার মনে হয়েছে আমার বাবা মরে গিয়ে বেঁচে গেছেন।
কোটাবিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিজেদের বুকে রাজাকার লিখেছ আর মুক্তিযোদ্ধাদের গালি দিয়েছ, আমি তোমাদের বলতে চাই, একটি সামান্য কোটা নিয়ে নিজেকে রাজাকার বলতে পারলে? আবার যদি কোনোদিন যুদ্ধ হয়, তোমরা তো সবার আগে রাজাকার হবে। তোমরা কুলাঙ্গার।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ এবং মুক্তিযোদ্ধার সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান ও লুবনা হারুন।
