‘গণিতে ফল বিপর্যযের প্রভাব পড়েছে বোর্ডের সার্বিক ফলাফলে’

আবু_আজাদ : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বলছেন, গণিতে ফল বিপর্যযের প্রভাব পড়েছে বোর্ডের সার্বিক ফলাফলে। যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার সব সূচকে পাসের হার কমেছে।

রোববার (৬ ম) দুপুরে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা তিন বিভাগেই পাসের হার কমেছে। বিজ্ঞানে বিভাগে গতবছরের তুলনায় কমে এবার পাসের হার ৯০ দশমিক ০০ শতাংশ। যা গতবছর ছিল ৯২ দশমিক ০৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৭৮ দশমিক ৮৬ শতাংশ। যা গতবছর ছিল ৮৬ দশমিক ৪৪ শতাংশ। মানবিক বিভাগে গতবছরের তুলনায় কমে এবার পাসের হার ৬০ দশমিক ১৩ শতাংশ। যা গতবছর ছিল ৭৩ দশমিক ৩৬ শতাংশ।

পাসের হার কমার কারণ জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম একুশে পত্রিকাকে বলেন, ‘এবার শিক্ষার্থীরা গণিতে তেমন একটা ভালো করেনি। যার প্রভাব বোর্ডের সার্বিক ফলাফলে দেখা যাচ্ছে। এছাড়া বরাবরের মতই এবারো তিন পার্বত্য জেলার ফলাফল তেমন ভালো নয়। তাই এর একটি প্রভাবও রয়েছে।’

এ সময় তিনি তিন পার্বত্য জেলার গনিতে পাশের হার জানাতে গিয়ে বলেন, ‘রাঙ্গামাটিতে গাণিতে পাশের হার ৭৯ দশমিক ১৮ শতাংশ, খাগড়াছড়িতে ৭২ দশমিক ৫৮ শতাংশ, বান্দরবানে মাত্র ৬৩ দমমিক ৬৭ শতাংশ।’

শিক্ষাবোর্ড বোর্ড সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৮৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭৮৩ জন। এবছর মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।

আরো জানতে : চট্টগ্রামে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৬ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯৭ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৭৪ দশমিক ২৯, রাঙামাটিতে ৬২ দশমিক ৭২, খাগড়াছড়িতে ৫০ দশমিক ৫২ ও বান্দরবানে পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার এই ফলাফল ঘোষণা করেন।

আরো জানতে : চট্টগ্রামে পাসে ছাত্ররা, জিপিএ–৫–এ ছাত্রীরা এগিয়ে

একুশে/ এএ