রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করবে চসিক

চট্টগ্রাম : রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন সিটি কর্পোরেশনের দু’জন ম্যাজিস্ট্রেট। পণ্যে ভেজাল, ওজনে কম দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আজ রোববার (৬ মে) আসন্ন রমজান দ্রব্যমূল্য সহনীয় রাখার লক্ষে এক মতবিনিময় সভায় এসব জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘প্রতি বছর রমজান আসলেই নির্ধারিত কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত অহেতুক পণ্যের দাম বৃদ্ধি করে। যা কোন ভাবেই কাম্য হতে পারে না।’

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে রমজান মাসে প্রতিদিন চট্টগ্রাম নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়ে সিটি মেয়র বলেন,‘পুরো রমজান মাস জুড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দু’জন ম্যাজিস্ট্রেট নগরীর বাজার পরিদর্শন করবে। তারা বাজারের দ্রব্যমূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো আছে কী না, ভেজাল পণ্য মজুদ বা বিক্রি করা হচ্ছে কী না, ওজনে কম দেয়া হচ্ছে কী না তা পর্যবেক্ষন করবেন। এই ক্ষেত্রে কোন অনিয়ম বা অসুদুপায় অবলম্বন করার চেষ্টা করা হলে ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবেন।’

সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাজী নুরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ স্বপন, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এস এম নাজের হোসাইন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, আফরোজা কালাম, আবিদা আজাদ, সিটি কর্পোরেশন বহদ্দারহাট কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জানে আলম, সাধারণ সম্পাদক বদিউল আলম, ক্যাব এর সাধারণ ইকবাল বাহার ছাবেরী, বহদ্দারহাট হকার্স সমিতির সাধারণ সম্পাদক সলোমান সওদাগর, মহানগর ক্যাব এর সভাপতি জেসমিন সুলতানা পারু, কাজীর দেউড়ি কাঁচা বাজার সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাগরিকা গরু বাজারের ব্যবসায়ী মো. আবু সুফিয়ান, মো. সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/ এএ