ইস্টার্ণ রিফাইনারির নির্মাণ কাজ শুরু শিগগিরই

চট্টগ্রাম : রাষ্ট্রয়াত্ত জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ খুব শিগগরিই শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামী দুই মাসের দেশের সর্ব বৃহৎ এই জ্বালানি তেল পরিশোধনাগারের দ্বিতীয় ইউনিটটির নির্মাণ কাজ শুরুর তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে নগরের কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে তিনি হেলিকপ্টারে করে এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘১৯৫৮ সালে ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার পর ১৯৬৬ সাল থেকে রিফাইনারি প্ল্যান নেওয়া হয়। এটি দীর্ঘ দিনের পুরনো তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি অত্যাধুনিক প্ল্যান নির্মাণ করা হচ্ছে। বিশ্বের সর্বাধিক প্রযুক্তি দিয়ে তৈরি হবে এই প্ল্যানটি। দ্বিতীয় ইউনিটটি নির্মাণ করতে তিন বছর সময় লাগবে। প্রায় ৩ মিলিয়ন টন ধারণ ক্ষমতার এই প্ল্যানটি আশা করছি আগামী দুই মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু করা যাবে।’

নসরুল হামিদ আরো বলেন, ‘ইতোমধ্যে আমরা খুলনায়, বাঘাবাড়িতে ডিপো করছি। বিদ্যু ও জ্বালানি খাতসহ বাংলাদেশে সর্বত্র বিশাল কর্মযজ্ঞ চলছে। এ উন্নয়নের ধারাহিকতা আমাদের ধরে রাখতে হবে। সরকারের ধারাবাহিকতা না থাকলে বিদ্যুৎ জ্বালানিসহ দেশের উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না। তাই শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।’

প্রধানমন্ত্রী কার্যালেয়ের মূখ্য সমন্বয়ক ও ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের জিএম প্রকৌশলী আকতারুল হক।