চট্টগ্রামে ২২ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার

Yabaচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুস শাকুর (৪৪) ও নাহারুন বেগম (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্রো) আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ হাজার ৪০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ইয়াবাগুলো কক্সবাজারের উখিয়া থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় অধিদফতরের পরিদর্শক ইব্রাহিম খান বাদি হয়ে বন্দর থানায় মামলা করেছেন।