চট্টগ্রাম: জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বিএনসিসি ক্যাডেটদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। শনিবার সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম চত্ত্বরে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট এই কর্মসূচী আয়োজন করে।
মেয়র বলেন, দেশের বিভিন্ন এলাকায় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ উগ্রপন্থীরা হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। ঠিক সেই মুহুর্তে জ্ঞান, শৃংখলা ও একতার মূল মন্ত্রে উজ্জ্বীবিত এক ঝাঁক তরুন ক্যাডেট আগামী দিনের চলার পথে আশার আলো জালাবে, শক্তি ও সাহস যোগাবে।
জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে অগ্রণী ভুমিকা পালন করার জন্যে বিএনসিসি ক্যাডেটদের এগিয়ে আসার আহবান জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন।
কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল মো. সফিকুর রহমান জি. এর সঞ্চালনায় সামাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. মঞ্জুরে খোদা, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর সৈয়দ জহির উদ্দিন মো. বাবর, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর বখতিয়ার ফাহ্মী, ব্যাটালিয়ন কমান্ডার মেজর শওকতুল মেহের, ক্যাপ্টেন আবুল কালাম মো. সামশুদ্দিন, ক্যাপ্টেন মো. রফিক উদ্দিন, ক্যাপ্টেন হুমায়ুন কবির, ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা, পিইউও আবু তালেব প্রমুখ।
সমাবেশ শেষে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী একটি র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্টের প্রায় দেড় হাজার ক্যাডেট, সামরিক অফিসার ও অন্যান্য অফিসার এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
