মারিসাসের নতুন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ

ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া : বিশিষ্ট কূটনীতিক রেজিনা আহমেদকে মরিশাসে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ ১৯৯৪ সালে বিসিএস ফরেন সার্ভিসে যোগ দেন। বর্তমানে মিলানের বাংলাদেশ মিশনে কনসাল জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন তিনি। এর আগে তিনি ক্যানবেরা, মস্কো ও ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর রেজিনা দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন দ্বি-পক্ষীয় বৈঠকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ওএফএইচ/এটি