আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করতে রাজি হয়েছেন রাজা: মাহাথির

মালয়েশিয়া: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে পূর্ণাঙ্গভাবে ক্ষমা করতে রাজি হয়েছেন দেশের রাজা। এছাড়া, শনিবার ১০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন মাহাথির।

তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, “রাজা ইঙ্গিত দিয়েছেন যে, দাতুক শ্রী আনোয়ারকে শিগগিরি ক্ষমা করতে ইচ্ছুক রাজা।” মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিপুল আসনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পর এ ঘোষণা দিলেন মাহাথির। নির্বাচনে নাজিব রাজাকের নেতৃত্বাধীন দীর্ঘদিনের পুরনো জোট পরাজিত হয়ে হতাশায় পড়েছে।

মাহাথির মুহাম্মাদ আরো বলেন, “দাতুক শ্রী আনোয়ারের পূর্ণাঙ্গ ক্ষমার জন্য আমরা সঠিক প্রক্রিয়া শুরু করব।” তিনি পরিষ্কার করে বলেন, এর অর্থ হলো পূর্ণাঙ্গ ক্ষমা। মাহাথির জানান, “যখন আনোয়ার ক্ষমা পাবেন তখন তার শিগগিরি মুক্তি পাওয়া উচিত।” তিনি এর আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, আনোয়ার ইব্রাহিম মুক্তি পাওয়ার পর মাহাথির মুহাম্মাদ পদত্যাগ করবেন এবং আনোয়ার ইব্রাহিমের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেবেন।

আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মুহাম্মাদ ১৯৯৮ সালের নির্বাচনে নাজিব রাজাকের বিরুদ্ধে জোটবদ্ধ হন কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনোয়ারকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠান। পরে জেল থেকে মুক্তি পেলেও ২০১৫ সালে একই অভিযোগে তাকে আবার কারাগারে পাঠানো হয়। আগামী মাসে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসআর/একুশে