একই ডিজাইনে তৈরী হবে চসিকের ৫৫ ওয়ার্ড কার্যালয়

nasirচট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৫টি ওয়ার্ড কার্যালয়কে একই ডিজাইনে গড়ে তোলা হবে বলে জানিয়েছে মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার সকালে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের ১২তম সাধারণ সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।

মেয়র বলেন, একই ডিজাইনের ৫৫টি ওয়ার্ড কার্যালয় গড়ে তোলা হবে। একই সাথে ৪১টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের জন্য কম্পিউটার সরবরাহ করা হবে। দূর্যোগ ও দূর্বিপাকে ক্ষতিগ্রস্তদের জন্য এককালিন সহযোগিতা ৫শত টাকা থেকে দুই হাজার টাকায় উন্নীত করা হবে। ৪১ টি ওয়ার্ডে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। প্রতিদিন ১ টি করে ওয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

মেয়র আ জ ম নাছির বলেন, ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও অপসারনে দুই হাজার সেবক নিয়োগ দেয়াসহ ১০ হাজার বিন এবং দুই হাজার ভ্যানগাড়ি ক্রয় করা হচ্ছে। ব্যয়বহুল এ কর্মসূচি বাস্তবায়ন করেই নাগরিকদের শান্তি ও স্বস্তি নিশ্চিত করা হবে।

সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।