মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার মুক্ত

কুয়ালালামপুর : মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বুধবার জেল থেকে মুক্তি দেয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহথির মোহাম্মদ তার জন্য সম্পূর্ণ ক্ষমার ব্যবস্থা করেন।

সত্তর বছর বয়সী আনোয়ার জেল থেকে বের হয়ে হাসিমুখে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপর একটি গাড়িতে চড়ে রাজপ্রাসাদের দিকে রওয়ানা হন। সেখানে তিনি রাজার সঙ্গে দেখা করবেন।

এসআর/একুশে