প্রধানমন্ত্রীর পদত্যাগ, ফের রাজনৈতিক সংকটে নেপাল

nepa_-priminister-resignঢাকা: আস্থা ভোট হেরে যাওয়ার শঙ্কায় আগেই পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়াপ্রসাদ অলি। পার্লামেন্টে আস্থা ভোটের কয়েক সেকেন্ড আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। রবিবার বিকালে নেপালের ৫৯৫ সদস্যের পার্লামেন্টে আস্থা ভোট হওয়ার কথা ছিল। এর ঠিক আগ মুহূর্তে তিনি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। খবর এনডিটিভি।

রবিবার সকালে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়। এরপরই প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়টি একরকম নিশ্চিত হয়ে যায়।

২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) নেতা অলি।

নেপালের সাবেক মাওবাদী নেতারা অলির বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেয়। গত অক্টোবরে এই মাওবাদীদের সমর্থনেই প্রধানমন্ত্রী হয়েছিলেন অলি। কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব চুক্তির প্রতি প্রধানমন্ত্রী সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন অভিযোগ তুলে তারা অলির পাশ থেকে সরে যায়।

গত কয়েক বছর ধরে নেপালে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। অলির পদত্যাগের মধ্যদিয়ে দেশটিতে ফের একটা অনিশ্চয়তা তৈরি হলো।

১৯৯০ সালে নেপালে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর থেকে ২৩তম সরকার হিসেবে ক্ষমতায় আছে অলির মন্ত্রীসভা।