চেম্বারের ভর্তুকিমূল্যে পণ্যবিক্রি : চাল ২৫, চিনি ৪০

চট্টগ্রাম : পবিত্র রমজান মাসে নিম্নআয়ের জনগণের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয়কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। বৃহস্পতিবার (১৭ মে) চেম্বার হাউস সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ জহুরুল আলম, অঞ্জন শেখর দাশ, মোঃ আবদুল মান্নান সোহেল ও তরফদার মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, অত্র চেম্বার দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, যার ফলে সামর্থবান অনেক প্রতিষ্ঠান এধরনের কার্যক্রমে এগিয়ে আসার উৎসাহ পান। তারই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও ভতুর্কি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে করে নিম্ম আয়ের সাধারণ মানুষ সহনীয় মূল্যে ভোগ্যপণ্য ক্রয় করতে পারবেন। তাই চাল, চিনি ইত্যাদি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে বিক্রয় করা হচ্ছে।

উল্লেখ্য, ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। প্রতি কেজি আতপ চাল ২৫ টাকা, সিদ্ধ চাল ২৫ টাকা এবং চিনি ৪০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি