বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দক্ষিণ কোরিয়ার

.দক্ষিণ কোরিয়া থেকে : বাংলাদেশে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ার চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান জুন দং কিম।

শুক্রবার (১৮ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এক সেমিনারে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফাইজুল্লাহ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশের বেসরকারি খাতের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিবৃন্দ ও কোরিয়া প্রবাসি বাংলাদেশী ব্যবসায়ীবৃন্দ এ সেমিনারে অংশগ্রহণ করেন।

এতে দক্ষিণ কোরিয়ার চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান জুন দং কিম, দক্ষিণ কোরিয়ার আমদানিকারক এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিউন মিয়ং কিম ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারের প্রদত্ত স্বাগত বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রদত্ত সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের নতুন নতুন সেক্টরে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। পরবর্তীতে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের উপর তিনটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

পরবর্তীতে সেমিনারে উপস্থিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরে প্রতিনিধিগন বি-টু-বি সভায় মিলিত হয়ে স্ব স্ব সেক্টরের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। সেমিনার শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন । এ সেমিনারের ফলপ্রসূ আয়োজনের প্রেক্ষিতে আগামীতে বাংলাদেশ ও কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

একুশে/এইচ/এডি