আফগানিস্তানে স্টেডিয়ামে বোমা হামলায় নিহত ৮, আহত ৪৫

জালালাবাদ (আফগানিস্তান): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগড়হারের রাজধানী জালালাবাদের একটি স্টেডিয়ামে গতরাতে শক্তিশালী তিনটি বোমা বিস্ফোরণে আট জন নিহত ও আরো ৪৫ জন আহত হয়েছে।

শনিবার দেশটির প্রাদেশিক সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে জালালাবাদ নগরীর পুলিশ ডিস্টিক্ট ১ এর ক্রিকেট স্টেডিয়ামে তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। সমন্বিত এই সন্ত্রাসী হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।’ খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

বিস্ফোরণের আগে পবিত্র রমজান মাস উপলক্ষে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলছিল।

হতাহতদের অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িতে করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে এই ম্যাচটির আয়োজক হিদায়াতুল্লাহ্ জহির ও বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা রয়েছেন।

প্রাদেশিক গভর্ণর হায়াতুল্লাহ হায়াত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এসআর/একুশে