চট্টগ্রাম: নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত সময়ে বাকলিয়া ও পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফয়সাল বিন আজিজ ওরফে আদর (২৪), সুলতান মোহাম্মদ খান ওরফে বিদ্যুৎ (২৯), আরিফুল ইসলাম (২৪) ও ফখরুল আবেদীন (২৬)। এদের মধ্যে আদর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের, বিদ্যুৎ বিবিএ চতুর্থ বর্ষেন, আরিফুল ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের এবং ফখরুল চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় রোববার বিকালে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে আদরকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে, হিযবুত তাহরীরের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্যে পাঁচলাইশ থানার মোমিনবাগ আবাসিক এলাকার জানে আলম ম্যানসনের একটি মেসে অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, ওই বাসা থেকে ৫০টি লিফলেট, পাঁচটি সাংগঠনিক বই, ৬০টি প্রেস রিলিজ ও সদস্যদের ১০টি জীবনবৃত্তান্ত ফরম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়েছে।
