‘সিউল রোজ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ার সিউলে তিনদিনব্যাপী ‘সিউল রোজ ফেস্টিভ্যাল’ শেষ হলো আজ রোববার; গত ১৮ মে শুরু হয়েছিল দেশটির অন্যতম জনপ্রিয় এই রোজ ফেস্টিভ্যাল।

কোরিয়ায় প্রতিবছর হয়ে থাকে নানা উৎসব, যেমন টমেটো উৎসব, কাদা উৎসব, চেরি ফুল উৎসব; এর মধ্যে অন্যতম সিউল রোজ ফেস্টিভ্যাল।

কোংয়ের দীর্ঘতম গোল্ড টানেলটির জুংনাংচিয়নের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয় সিউল রোজ ফেস্টিভ্যালের। এখানে পাঁচ মাইল জুড়ে ফুল আর ফুল। গোলাপ ফুলসহ নানা সহযোগিতা দেয় রোজ ফেস্টিভ্যাল ইভেন্ট গ্রুপ।

গত ১৮ মে রোজ দিবসে কমিউনিটি ইভেন্ট প্রোগ্রাম সাড়া জাগায় পুরো কোরিয়ায়। এর মধ্যে ছিল রোজ প্যারেড, রোজ গায়ক প্রতিযোগিতা ইত্যাদি।

গত ১৯ মে ছিল দম্পতি দিন। দম্পতিদের জন্য ছিল মহাআয়োজন। যুবক-যুবতি এবং আন্তর্জাতিক দর্শকদের জন্য নানা ইভেন্ট প্রোগ্রামের ব্যবস্থা ছিল।

আগত দর্শকরা উপভোগ করেন রোজ অ্যান্ড মিউজিক পার্টি, হানবক ফ্ল্যাশ মোব, হানবোক ফ্যাশন শো ও জ্যাজ কনসার্ট।

সবচেয়ে আকর্ষণীয় ছিল আজ রোববারের স্ত্রী দিবসটি। প্রাণপ্রিয় স্ত্রীদের জন্য উৎসর্গ করা মনোমুগ্ধকর কিছু আয়োজনে সাড়া পড়ে ব্যাপক।

স্ত্রী দিবসে রোজ পাথ ওয়াক, ওয়াইফ দি ডে গার্ডেন ডিনার শো, মিউজিক্যাল গ্লা শো আগত দর্শকরা আনন্দের সাথে উপভোগ করেছেন।

তা ছাড়া রোজ বাজারের আয়োজনে ছিল স্ট্রিট ফুড ও শিশুদের অংকন প্রতিযোগিতা।

এসআর/একুশে