বন্দর মার্চেন্টস সিএন্ডএফ এজেন্ট শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের শপথগ্রহণ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর মার্চেন্টস্ সিএন্ডএফ এজেন্ট শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের কর্মকর্তা ও সদস্যদের শপথ-অনুষ্ঠান নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদের সভাপতিত্বে ও স্টাফ ইউনিয়নের যুগ্ম সম্পাদক মহিউদ্দিনের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষদের কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, জাতীয় শ্রমিক লীগ মহানগরের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক এটলি, জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু, আওয়ামী লীগ নেতা হাজী মো. ইলিয়াস, ইউসুফ হায়দার, মো. ফোরকান প্রমুখ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি