রমজানে ভাটা পড়েছে ফুটবল উন্মাদনার ঢেউ

চট্টগ্রাম : ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা ওয়ার্ল্ড কাপ ।এদিন মস্কোর লুজনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবিয়ার সঙ্গে লড়বে স্বাগতিক রাশিয়া। ফুটবলের জমজমাট এই আসরের আর মাত্র ২০ দিন বাকি। সার বিশ্ব এখন ফুটবল জ্বরে কাঁপলেও বন্দর নগরী চট্টগ্রামে ফুটবল উন্মাদনার ঢেউ লাগেনি এখনও।

অন্যান্যবার বিশ্বকাপ ফুটবল শুরুর প্রাক্কালে এই বন্দর নগরী চট্টগ্রামের চিত্র থাকে সাধারণত একেবারেই ভিন্ন। এমন সময়ে ফুটবল জ্বরে আক্রান্ত দেখা যায় ছেলে-বুড়ো সব বয়সী মানুষজনকেই। এবার পবিত্র রমজান মাস শুরু হয়ে যাওয়ায় এখনও ফুটবল বিশ্বকাপ নিয়ে চট্টলাবাসীর তেমন আগ্রহ নেই। এই রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগীতেই বেশি মনোযোগী থাকেন। তাছাড়া এবার পবিত্র ঈদ উল ফিতরও হবে এই ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক দু’দিন পরই। তাই রমজান ও ঈদকে কেন্দ্র করেই এখন সকল আগ্রহ চট্টলাবাসীর।

এ কারণেই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এখনও এই বন্দর নগরীর ছাদে ছাদে শোভা পাচ্ছে না ব্রাজিল কিংবা আর্জেন্টিনাসহ কোনো দেশের পতাকা। এদিকে প্রতিরাতে চলছে এখন আইপিএলের খেলা। তাই চট্টগ্রামের ক্রীড়া পাগল দর্শকদের ভাবনায় এখন ফুটবল বিশ্বকাপ নয়, ক্রিকেট নিয়েই মাতামাতি তাদের। তবে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা তৈরীর ধুম পড়েছে এখন চট্টগ্রামের দর্জি পাড়ায়। নগরীর রাস্তায় রাস্তায় বিভিন্ন দেশের পতাকা বিক্রি করতে নেমে পড়েছেন মৌসুমী ফেরিওয়ালারা।

ইতোমধ্যে নগরবাসীর কেউ কেউ প্রিয় দলের দেশের পতাকা কিনতেও শুরু করেছেন। ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা বিক্রি করা হচ্ছে। সর্বনি¤œ ২০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের পতাকাগুলো।যারা পতাকা কিনছেন তাদের অনেকেই বিদেশি পতাকা কেনার পাশাপাশি বাংলাদেশের পতাকাও কিনে নিচ্ছেন।বিশ্বকাপ ফুটবলে অংশ গ্রহণ বাংলাদেশের জন্য এখনও দিবাস্বপ্ন হলেও দেশের প্রতি সম্মান জানানোর জন্যই বিদেশি পতাকার পাশাপাশি ছাদে নিজ দেশের পতাকাও উড়ানোর মানসে একইসঙ্গে বিদেশি পতাকা ও দেশি পতাকা কিনছেন চট্টলার ফুটবলভক্তরা।

রাজধানী ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করতে আসা মো. বেলাল বলেন, ‘অন্যান্যবারের তুলনায় এবার পতাকা কম বিক্রি হচ্ছে। আগের বিশ্বকাপ শুরুর প্রাক্কালে যেভাবে প্রতিদিন আমরা পতাকা বিক্রি করতাম, এবার তার অর্ধেকও বিক্রি হচ্ছে না। আগে যেখানে প্রতিদিন শতাধিক পতাকা বিক্রি হতো, এবার সেখানে ছোট-বড় মিলিয়ে ২০টি পতাকাও বিক্রি করতে পারছি না।’ চট্টগ্রামের পটিয়া থেকে নগরীতে পতাকা বিক্রি করতে আসা রুহুল আমিন বলেন, ‘এখনও বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা বিক্রি শুরু হয়নি। কেবল দরদাম করছেন ক্রেতারা। মাঝে-মধ্যে কেউ কেউ কিনেও নিচ্ছেন।’