চট্টগ্রামের দুই কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ

চট্টগ্রাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ ও ১০৫০ নাম্বার পাওয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ।

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মাদ জাহেদ খান জানান, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার লক্ষ্যে তিনি গঠন করেছেন জেএফ ট্রাস্ট। এর মূল উদ্দেশ্যে হচ্ছে- ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করা এবং সৃজনশীল শিক্ষার মাধ্যমে একবিংশ শতাব্দির উপযুক্ত একটি আলোকিত জাতি গঠনে ভূমিকা রাখা।

‘এছাড়াও ট্রাস্টের মাধ্যমে দরিদ্র কৃষক, রিকশাচালক, দিনমজুর, গার্মেন্টস কর্মী ও চালকসহ যে কোন নিম্নআয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা দিতে ট্রাস্ট গড়ে তোলা হয়েছে।’

মোহাম্মাদ জাহেদ খান বলেন, মুক্তিযোদ্ধা, পাহাড়ি ও অন্যান্য কোটায় বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ রয়েছে। এ ছাড়া অদম্য মেধাবীদের জন্যও রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা। মেধাবীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হোস্টেল সুবিধাসহ পড়ালেখার সুযোগ থাকছে। মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস, সংরক্ষিত ২৫০ আসনসহ বিশেষ সুযোগ-সুবিধা।

প্রসঙ্গত ২০১৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর প্রকাশ করা র‌্যাংকিংয়ে ১৮ তম স্থান অর্জন করে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। এছাড়াও বিশেষায়িত কলেজ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান দখল করে। ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বিজ্ঞান কলেজের পাসের হার ছিল প্রায় ৯২ শতাংশ। কলেজের প্রাক্তন অনেক শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চুয়েটে পড়াশোনা করছে।