বড় ধরনের নাশকতা থেকে রক্ষা পেয়েছে দেশ

pm hasinaঢাকা: কল্যাণপুরে আস্তানায় নিহত জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, পুলিশের অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই সম্মেলনে সারাদেশের জেলা প্রশাসকরা অংশ নিয়েছে। এ সম্মেলনে প্রধানমন্ত্রী ডিসিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাসের বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে কখনই সন্ত্রাসীদের ঠাঁই হবে না। সকলেল সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসকে নির্মূল করা হবে। এটাই আমাদের নীতি।

দেশের এখন যে সন্ত্রাস চলছে তা নতুন নয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলা করেছে জেএমবি। আমাদের দলের নেতা কিবরিয়া বোমা হামলায় নিহত হয়েছে। আমার উপর গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু এখন আমরা দেখছি ইসলামের নামে নতুন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। অবাক লাগে তারা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। মানুষ হত্যা করে তারা নাকি ভেহেস্তে হুরপরি পাবে। এটা কেমন কথা আমার মাথায় আসে না।

কল্যাণপুরে আজকের অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজও কিছু সন্ত্রাসীরা একত্রিত হয়েছিল নাশকতা করার জন্য। কিন্তু যৌথ বাহিনীর সফল অভিযানে তা ব্যর্থ হয়েছে। ফলে বড় ধরনের নাশকতা থেকে দেশ ও জাতি রক্ষা পেয়েছে। এ অভিযানে ৯ সন্ত্রাসী নিহত হয়েছে। একজন ধরা পড়েছে। আরেকজন পালিয়েছে।

জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূলের মানুষকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষায় আপনাদেরকে ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, ডিসিরাই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়। তারাই মানুষের সমস্যা সমাধানে ‍গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জেলার উন্নয়ন তাদের হাত ধরেই হয়।