কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন চট্টগ্রামের সেই আ-লীগ নেতার ছেলে !

terrorist_picচট্টগ্রাম: রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন চট্টগ্রামের আনোয়ারার আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী রাশেদের ছেলে ছাব্বিরুল হক কনিক (২২) বলে ধারণা করা হচ্ছে। এই ধারণা খোদ ছাব্বিরুল হকের পরিবারের সদস্যদের।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজে নিহত জঙ্গিদের ছবি প্রকাশের পর কান্নার রোল বয়ে যায় ছাব্বিরের গ্রামের বাড়ি এবং চট্টগ্রাম নগরীর বাসায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাব্বিরের পরিবারের একটি সূত্র একুশে পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতদের মাঝে ছাব্বিরের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তারা প্রকাশিত ছবির নিচের সারির মাঝেরজনকে ছাব্বির বলে শনাক্ত করেন। তবে গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের কারো কাছে তারা এ ব্যাপারে মুখ খুলতে চাইছেন না।

এ ব্যাপারে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে একুশে পত্রিকার পক্ষ থেকে আনোয়ারার বরুমছড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কিছুক্ষণ পরে ফোন করতে বলেন। পরে ফোন করলে তিনি জানান, ছাব্বিরের বাবা আজিজুল হক চৌধুরী রাশেদ বিষয়টি একেবারে অস্বীকার করেননি। তিনি বলেন, ছবিতে একজনকে ছাব্বিরের মতো দেখাচ্ছে। আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই, বিষয়টি মিলিয়ে দেখছি।

এদিকে, সোমবার দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে ৯ জঙ্গি নিহতের ঘটনায় জীবিত উদ্ধার হওয়া এক জঙ্গি সদস্য পুলিশের কাছে নিহতদের মধ্যে আটজনের নাম প্রকাশ করেছে। এই নামের তালিকায় ‌’ছাব্বির’ নামের একজনের নাম রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভুঁইয়া একুশে পত্রিকাকে বলেন, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কাছে কোন কিছু জানানো হয়নি। বিষয়টা নিয়ে খোঁজখবর নেওয়ার জন্য আনোয়ারা থানা পুলিশকে বলা হয়েছে।

প্রসঙ্গত, চার মাস আগে নিখোঁজ চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরীর মেধাবী ছেলে জঙ্গিদলে যুক্ত হওয়া নিয়ে চলতি মাসের ১৪ জুলাই একুশেপত্রিকাডটকমে ‌’চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ছেলে জঙ্গিদলে’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর প্রশাসনসহ চট্টগ্রামের নানা মহলে তোলপাড় শুরু হয়।

*** চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলে জঙ্গিদলে !

*** পুলিশের নজরদারিতে মাইকবিহীন সেই মসজিদ

*** মাইকবিহীন মসজিদে দুই ঘণ্টা পঁচিশ মিনিট…

*** কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন চট্টগ্রামের সেই আ-লীগ নেতার ছেলে !

*** ছেলের জঙ্গিদলে প্রবেশ আঁচ করতে পেরেও নির্বিকার ছিলেন আজিজুল!