ফুটবল এসোসিয়শনের নেতৃত্বে নাছির-রুহুল

চট্টগ্রাম : বাংলাদেশের ফুটবলের ‘নব জাগরণে’ কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নতুন নেতৃত্বে চট্টগ্রামের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সাইফ র্স্পোটস লিমিটেডের কর্ণধার তরফদার রুহুল আমীন।

২৯ মে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের এক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় বাংলাদেশের ৮টি বিভাগ ও ৬৪ জেলার ফুটবল এসোসিয়েশনের মধ্যে অধিকাংশ এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক সাইফ পাওয়ারকেট লিমিটেডেরে ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনকে মহাসচিব নির্বাচিত করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি, সিরাজউদ্দিন মো. আলমগীর, মঞ্জুরুল আলম দুলাল, মো. আলমগীর হোসেন আলো, মাহী সেলিম, আরিফ হোসেন মুন, আব্দুর রহিম, সুব্রত মজুমদার ডলার, উপ মহাসচিব শাহীনুল হক, ইঞ্চিনিয়ার সিরাজুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী মুকুল, কোষাধ্যক্ষ সরদার সেলিম আহমেদ। অার সদস্য করা হয়েছে, আশিকুর রহমান মিকু, সভাপতি, নড়াইল, কে এম আতাউল হাকিম, আহসানুল হক ঝন্টু, সভাপতি, আব্দুল্লাহ ফুয়াদ রিদোয়ান, ফরহাদ হোসেন কলি, খাজা আবু হায়াত হিরু, মাসুদুর রহমান বাবু, সভাপতি, রাফিউস সাম্স প্যাডি, আলমগীর হোসেন, মানস দাস, হাজী মকবুল হোসেন ও ইউসুফ কবির ফারুক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সহ-সভাপতি সিরাজউদ্দিন মো. আলমগীর, মহাসচিব আশিকুর রহমান মিকু, বরিশাল ডিএফএ’র সভাপতি মো. আলমগীর হোসেন আলো, ঢাকা ডিএফএ’র সভাপতি আব্দুর রহিম, সিলেট ডিএফএ’র সভাপতি মাহি সেলিম, রাজশাহী ডিএফএ’র সভাপতি রাফিউস সাম্স প্যাডী, নাটোর ডিএফএ’র সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।

সভায় কর্মকর্তাগণ খেলাধুলার উন্নয়নের স্বার্থে তাদের বক্তৃতায় বিভিন্ন দাবীদাওয়া তুলে ধরেন এবং তা আদায়ের জন্য যুব ও ক্রীড়ামন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ের দুস্থ ও অসহায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতার জন্য দু:স্থ তহবিল গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত তহবিলে সাইফ পাওয়ার টেকের স্বত্ত্বাধিকারী তরফদার মো; রুহুল আমিন ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।

একুশে/এডি