চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নগরের বাসভবেনে হামলা করার খবর পাওয়া গেছে।
এসময় নগরের গুডস হিলের বাসভবনে একাধিক গাড়ি ও ঘর ভাঙচুর করা হয়েছে। তবে সাইফুদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী সেলিনা কাদের চৌধুরী ও ছেলে শাহাদাত বাসভবনে থাকলেও বাসায় ছিলেন না গিকার পরিবারের কেউ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে খবর পেয়ে পুলিশ গুডস হিলের নীচে অবস্থান করলেও উপরে উঠেনি।
অন্যদিকে নগরের চকবাজার থেকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে একদল যুবক মিছিল সহকারে এসে এ হামলা চালিয়ে নিবিঘ্নে চলে যায় বলে জানা গেছে। এঘটনার পর আশপাশে বিপুলি সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে একাধিক মোবাইলে কল করা হলেও কথা বলেন নি কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
এরআগে দুপুরে ফটিকছড়ি থানায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি আরও অন্তত ছয়জনের নাম উল্লেখ ও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলাটি করেন এক আওয়ামী লীগ নেতা। মামলায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২৯ মে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গিয়াস বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। আপনার বাবার মৃত্যুর পর যেমন ইন্নালিল্লাহ্ পড়ার লোক ছিল না, আপনার পরিণতি তার চেয়েও খারাপ হবে। তিনি বলেন, কোন সভ্য দেশে এত মানুষ খুনের নজির নেই। ক্রসফায়ারের নামে এত মানুষ হত্যার দায় আপনাকে নিতে হবে।’ গিয়াসের এই বক্তব্য বুধবার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।
একুশে/এএইচ/এডি
ছবি : আকমল হোসেন
