জিয়ার চিন্তা-চেতনা ছিল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে : ডা. শাহাদাত

চট্টগ্রাম: দুর্নীতি, দু:শাসন ও অন্যায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-চেতনা ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বুধবার দুপুরে জিয়ার ৩৭তম ‘শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে নগর বিএনপি’র উদ্যোগে ২নং গেইট বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-চেতনা ছিল দুর্নীতি, দু:শাসন ও অন্যায়ের বিরুদ্ধে। তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান, বিএনপি নেতা কাজি বেলাল উদ্দিন, ইস্কান্দর মির্জা, আর.ইউ. চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, মোশারফ হোসেন দিপ্তি, গাজী সিরাজ উলল্যাহ, মঞ্জুর আলম মঞ্জু, কামরুল ইসলাম, হামিদ হোসেন, ডাঃ সরোয়ার আলম, মঞ্জু রহমান চৌধুরী, ইদ্রিস আলী প্রমুখ।

একুশে/এসআর