বিআরটিএ’র দুই কর্মকর্তা বদলি

ctgচট্টগ্রাম: চট্টগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহষ্পতিবার সকালে ঝটিকা সফরে চট্টগ্রাম এসে দায়িত্বে অবহেলার দায়ে এ বদলি আদেশ দেন মন্ত্রী।

এছাড়া গাড়ি মেরামতে অবহেলা করায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়টি সাংবদিকদের নিশ্চিত করেন।

বিআরটিএ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বিআরটিএ’র চট্টগ্রাম অফিসে ঝটিকা পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী। এসময় তিনি কর্মস্থলে উপস্থিতির হাজিরা খাতা দেখেন। দায়িত্বে অবহেলার কারণে এসময় বিআরটিএ’র পরিদর্শক মঈন উদ্দিন ও সহকারী রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলামকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন। পরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চট্টগ্রাম ডিপোতে পরিদর্শনে যান মন্ত্রী।

এ সময় বিআরটিসি’র নিয়ন্ত্রণাধীন ১০টি দোতলা বাসসহ মোট ১৯টি বাস যথাসময়ে মেরামত করায় ডিপো ম্যানেজার মোহাম্মদ আজহারকে কারণ দশার্নোর নির্দেশ দেন।