ওয়াসার প্রকল্প কাজ শুরুতে স্থানীয়দের বাঁধা

ctgচট্টগ্রাম: ভূমি অধিগ্রহণ নিয়ে বিরোধের জের ধরে ওয়াসার একটি প্রকল্প শুরুর কাজে বাঁধা দিয়েছে স্থানীয় এলাকাবাসী। বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে মধ্যম হালিশহরের চৌচালা এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, ওয়াসার কর্মীরা ওই এলাকায় একটি প্রকল্পের সীমানা প্রাচীরের নির্মাণকাজ শুরু করতে যায়। এ সময় স্থানীয়রা কাজ শুরু করতে দেয়নি। ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে স্থানীয়দের শান্ত করে। পরে ম্যাজিস্ট্রেট স্থানীয়দের জমি বিরোধ সংক্রান্ত সব ধরণের কাগজপত্র রোববার ওয়াসা ভবনে যেতে বলেছে। বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াসারএ প্রকল্পের কাজ বন্ধ থাকবে।

স্থানীয়দের অভিযোগ, স্যুয়ারেজ প্রকল্পের ওয়াসা কর্তৃপক্ষ মধ্যম হালিশহরের চৌচালা এলাকায় যে ভূমি অধিগ্রহণ করেছে তা নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে। মামলা নিষ্পত্তি না হওয়ার আগে ওয়াসা কাজ শুরু করায় স্থানীয়রা এ প্রকল্পের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করতে বাঁধা দিয়েছে।