ড. অনুপম সেনসহ ৫ জনকে হত্যার হুমকি

ctg একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনসহ ৫ ব্যক্তিকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।

হুমকি সংক্রান্ত চিঠিটি বৃহষ্পতিবার সকালে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অফিস বরাবর ডাকযোগে পাঠানো হয়।

ড. অনুপম সেন ছাড়াও হুমকির তালিকায় আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি এবং গণজাগরণমঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশের নাম।

যুদ্ধাপরাধ বিষয়টি নিয়ে ‘অতিরিক্ত বাড়াবাড়ির’ কারণে তাদের হত্যা করা হবে এমন হুমকি দিয়ে চিঠিতে বলা হয়, আগামী কোরবানী ঈদ আপনাদের জন্য শেষ ঈদ। একাত্তর সালে মিমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ঐ দিনই গরুর সাথে আপনাদেরও কোরবানী করা হবে। দেশের মানুষকে বিভ্রান্ত করায় তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। জীবনের যাবতীয় ইচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে নেওয়ার নির্দেশ দেয়া গেলো। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পরিচয় প্রকাশ করা হবে।’

হুমকি প্রসঙ্গে ড.অনুপম সেন বলেন, কে বা কারা একটি চিঠি পাঠিয়েছে। সেখানে আমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ পাঁচজনের কথা উল্লেখ আছে। আমি বিষয়টি প্রশাসনকে জানাব।

তিনি বলেন, ‘দেশে জঙ্গিবাদি একটি শক্তি যখন বিভিন্ন ধরনের নাশকতায় লিপ্ত তখন এই ধরনের হুমকি দিয়ে আতংক সৃষ্টি করা প্রতিক্রিয়াশীল ওই শক্তির পরিকল্পিত কর্মকাণ্ড বলে আমি ধারণা করছি। তবে এসব হুমকিধমকি দিয়ে আমাকে স্তব্ধ করবেন বলে যারা ভাবছেন তারা ভুল ভাবছেন।’