চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে আনসারউল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে কুলগাঁও এলাকার জামশেদ শাহ রোডস্থ রহমানিয়া মঞ্জিলের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেন (২১) ঠাকুরগাঁও জেলার সদর থানার সরকার পাড়া এলাকার ইনতাজুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজে ১ম বর্ষের শিক্ষার্থী বলে পুলিশকে জানিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোয়েন্দা পুলিশের জঙ্গি বিরোধী একটি বিশেষ টিম রহমানিয়া মঞ্জিলের ৪র্থ তলায় একটি রুমে অভিযান চালায়। এসময় আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে একটি ল্যাপটপ, দুইটি মোবাইল সেট ও ১১টি উগ্রবাদী জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, হান্নানের অন্যান্য সহযোগীদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে হান্নান জানিয়েছে, সে আনসারউল্লাহর সক্রিয় সদস্য ও সাংগঠনিক কর্মকান্ডকে বেগবান করতে ঈদের পর থেকে চট্টগ্রামে অবস্থান করছিল। এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় মামলা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
