চট্টগ্রাম: নগরীতে ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে বায়েজিদের রুবি গেইট এলাকা থেকে আটক করা হয়।
আটক নুরুল হুদা (৩৫) চট্টগ্রামের রাউজান উপজেলার ধরের টেক এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বায়েজিদের রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে মাদক ব্যবসায়ী নুরুল হুদাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে পাহাড়তলীর ঈদগাঁ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে আরো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে নিয়ে আমরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।
