জাপানে শক্তিশালী ভূমিকম্পে ৯ বছরের কন্যা শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। খবর ওয়াশিংটন পোস্টের।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, সোমবার সকালে ওসাকা শহরের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১।
ওসাকা’র দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগ জানায়, শহরে দু’জন লোককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ইবাড়াকি শহরের কর্মকর্তারা সেখানে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ওসাকা, হুগো ও কিয়োটো শহরে ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
নিহতের মধ্যে একজন নয় বছরের কন্যা শিশু। ভূমিকম্পের সময় শিশুটি তার প্রাথমিক বিদ্যালয়ে হাঁটছিল। সেখানে দেয়াল ভেঙে তার ওপর পড়ায় সে মারা যায়।এছাড়া নিহত অপর দু’জনের বয়স যথাক্রমে ৮০ ও ৮৪ বছর। তাদের ওপর দেয়াল ভেঙে পড়ায় তারা মারা যান।
