চট্টগ্রাম: একাদশে ভর্তিতে প্রথম মেধা তালিকায় ঠাঁই না পাওয়া এবং আগে আবেদন করেনি এমন শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছে। ১৯ ও ২০ জুন (আজ ও কাল) দুই দিন এ আবেদনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
একইসাথে প্রথম মেধা তালিকায় মনোনীত হওয়ার পরও ভর্তি নিশ্চায়ন না করা শিক্ষার্থীরাও এই সময়ে নতুন করে আবেদনের সুযোগ পাবে।
এ ছাড়া ভর্তি নিশ্চায়ন করা কোন শিক্ষার্থীও চাইলে নিশ্চায়ন বাতিল করে পুনরায় আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিশ্চায়ন বাতিলের যৌক্তিক কারণ উল্লেখ করে শিক্ষাবোর্ডের কলেজ শাখায় আবেদন করতে হবে। আজ (১৯ জুন) দুপুর ১২টার পর থেকে নিশ্চায়ন বাতিলে আবেদন করা যাবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
