‘সন্তানরা যাতে উগ্র কাজে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখুন’

moshsrrafচট্টগ্রাম: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সন্তানদের মেধাকে কাজে লাগাতে হবে। সন্তানরা যাতে মেধার অবমূল্যায়ন করে কোন উগ্রকাজে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। জঙ্গিবাদের কবল থেকে সন্তানদের বাঁচাতে তারা কোথায় যাচ্ছে, কি করছে সে ব্যাপারে খোঁজখবর রাখতে হবে।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম হলে বঙ্গবন্ধু মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কম্পিউটার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশ থেকে শুরু করে বিশ্বে জঙ্গি হামলা হচ্ছে। এসব জঙ্গিদের মধ্যে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাই নিজের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজ খবর রাখতে হবে।

বর্তমান সরকার জঙ্গিবাদকে কঠোর হস্তে মোকাবেলা করছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, গুলশান ও শোলকিয়ায় জঙ্গি হামলা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। প্রধানমন্ত্রী এগুলো তাৎক্ষণিকভাবে শক্ত হাতে দমন করেছেন। এছাড়া কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইন শৃংখলা বাহিনী হানা দিয়ে তাদের উৎখাত করেছে।

বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, পটিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সেলিম উদ্দিন, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা এমরানুল হক প্রমূখ।

সংগঠনের চেয়ারম্যান সীমান্ত তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য পল্টন দাশ ও অনিক হাওলাদারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. সাজ্জাত হোসেন। আরো বক্তব্য রাখেন মউসুফ উদ্দীন মাসুম, নিখিলেশ সরকার রাজ, মানস বড়–য়া কাব্য, তারেক আজিজ, খোরশেদুল আলম সোহান, সাদবান বিন কবির।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ৮ কৃতি শিক্ষার্থীর মাঝে ৮টি কম্পিউটার ও ৫৫১ জন শিক্ষার্থীদের সনদপত্র এবং পুরস্কার প্রদান করেন।