চট্টগ্রাম: চট্টগ্রামের নাজিরহাট কলেজকে সরকার ঘোষিত জাতীয়করণের তালিকা হতে বাদ দেয়া হতে পারে এমন শঙ্কা থেকে কলেজটিকে তালিকায় রাখার দাবী জানিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নতুন রাস্তার মাথা এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা তারা এ সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাজিরহাট কলেজকে জাতীয়করণনের তালিকা থেকে বাদ দেয়ার শঙ্কা তৈরী হলে এ ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে নতুন রাস্তার মাথা এলাকায় জড়ো হতে থাকে। পরে তারা সড়কের ওপর অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করে। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে শিক্ষার্থীরা পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কাছে কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেয়। এসময় মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল জানান, ‘কলেজের কিছু শিক্ষার্থী নাজিরহাট কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়া হতে পারে এমন শঙ্কায় সড়কে অবস্থান নিয়েছিল। পরে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা সড়ক থেকে সরে গেছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে।
