দক্ষিণ কোরিয়া: গোপালগঞ্জ এসোসিয়েশন অফ সাউথ কোরিয়ার ঈদ পুনর্মিলনী গত রোববার দেশটির রাজধানী সিউলে গাংদোংগুয়ের এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রবাসী কমিউনিটির নেতা-কর্মী, ছাত্র-শিল্পী ও চাকরিজীবিরা অংশ নেন।
আয়োজক সংগঠনের সভাপতি শেখ মুরাদ হোসেন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর মোহাম্মাদ মাসুদ রানা চৌধুরী, প্রথম শ্রম সচিব জাহিদুল ইসলাম ভূইয়া এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান রুহুল আমিন।
আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহামুদ মিয়ার উপস্থাপনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডেভিড একরাম ও প্রবাসী ব্যবসায়ী আব্দুল মতিন।
গান শোনান বাংলাদেশ টেলিভিশনের সাবেক শিল্পী ঈশিতা ও রইচ চৌধুরী। কবিতা আবৃত্তি করেন ইপিএস বাংলা কমিউনিটির সদস্য আল-আমিন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ঐতিহ্য ও বাংলাদেশ নিয়ে ভিডিও পরিবেশন করেন নাজমূল হুদা সোহাগ।
অন্যান্যদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ নিজামুল হক ও খন্দকার রুবেল উপস্থিত ছিলেন।
