দক্ষিণ কোরিয়া: কোরিয়া আমদানিকারক সমিতি (কইমা) এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ট্রেড প্রমোশন পার্টনারস কমিটি (টিপিসিসি) গঠন করা হয়েছে।
শুক্রবার সিউলে গঠন করা এই কমিটির উদ্দেশ্য হচ্ছে টেকসই ব্যবসায়িক লেনদেন ও বাণিজ্যের টেকসই রূপ দেয়া। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে টেকসই সহযোগিতা প্রদান করবে এই কমিটি।
এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন কইমা চেয়ারম্যান মিয়ং-জিং শিন, কইমার নির্বাহী ভাইস-চেয়ারম্যান হিউন-মুনং কিম, অন্যান্য কর্মকর্তাগণ ও কইমার সদস্যরা।
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, কর্মাসিয়াল হেড মো. মাসুদ রানা চৌধুরী এবং প্রথম সচিব (রাজনৈতিক) এবং দূতালয় রুহুল আমিন কইমার সদস্যদের স্বাগত জানান দূতাবাসে।
দেশের আমদানি খাতে অভিজ্ঞতাসহ সাধারণ পণ্য এবং সেবার সুনির্দিষ্ট তথ্য ও নির্দেশনা প্রদান করবে টিপিপিসি, যাতে রপ্তানিকারকরা সুবিধা পায়।
টিপিসিসি আগামী দিনগুলিতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও কোরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াবে বলে আশা করা হচ্ছে।
