খুনের দায়ে চা শ্রমিকের যাবজ্জীবন

chittagong courtচট্টগ্রাম: ভগ্নিপতিকে হত্যার দায়ে চা বাগানের এক শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত নিদাদ কর্মকার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার রামগড় চা বাগানের শ্রমিক। বর্তমানে তিনি পলাতক আছেন।

অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী বলেন, ২০০৭ সালের ৩ অক্টোবর রামগড় চা বাগানের ১৭ নম্বর সেকশনের রাস্তার উপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিদাদ যাকে খুন করেছে অর্থাৎ ভগ্নিপতি হরিমোহন রায়ও একই চা বাগানে কর্মরত ছিল। ঘটনার আগের দিন হরিমোহনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সংসারে অশান্তির বিষয়টি হরিমোহনের স্ত্রী গিয়ে তার ভাই নিদাদকে জানায়। ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে নিদাদ এবং হরিমোহন বাগানে যাবার সময় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হরিমোহনকে এলোপাতাড়ি মারধর করে নিদাদ। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিমোহন মারা যায়।

এ ঘটনার পরদিন ভুজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হরিমোহনের বোন দিপালি রায়। ২০০৮ সালের ১৩ মার্চ আসামি নিদাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে বাদিসহ ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়।