চট্টগ্রাম: আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান এ আদেশ দেন।
ওই মেডিকেল ছাত্রের নাম আবদুল হান্নান ওরফে আবদুল্লাহ ওরফে লাদেন (২১)।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, হান্নানকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শুনানির সময় হান্নানের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে রিমান্ড বাতিলের আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে আবদুল হান্নানকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। ওই বাসা থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও ১১টি জিহাদি বই পাওয়া যায়। পুলিশের দাবি, হান্নান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসাুরল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।
এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী। মামলায় হান্নান ও তার পলাতক তিন সহযোগীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন চারজনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ বড়–য়া।
