চট্টগ্রাম: হাঁস-মুরগী নিয়ে দুই পরিবারের ঝগড়ার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। রোববার সকালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১ নম্বর হারামিয়া ইউনিয়নের কাছিয়ার পাড় বেড়িবাঁধে ছিন্নমূলদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতের নাম বাবলু মিয়া (৩৫)। তিনি পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।
সন্দ্বীপ থানার ওসি আবদুস সালাম জানান, রোববার সকাল ১০টার দিকে বেড়িবাঁধ এলাকায় বাসিন্দা সালমা আক্তার ও মোহাম্মদ খবিরের পরিবারের মধ্যে হাঁস-মুরগী নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ বাধে। এসময় খবিরের পক্ষের লোকজন বাবলুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাবলুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
