চট্টগ্রামে দুটি বিলাসবহুল গাড়ি আটক

custom intelligenceচট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে শুল্ক ফাঁকির অভিযোগে দুটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার সকালে নগরীর আমিরবাগ আবাসিক এলাকা থেকে ‘রেঞ্জ রোভার’ এবং অলংকার মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ‘পোরশে’ গাড়ি উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শামীমুর রহমান জানান, বৈধ রেজিস্ট্রেশন বা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি গাড়ির মালিকরা। ধারণা করা হচ্ছে, গাড়িগুলো কারনেট সুবিধায় বিনা শুল্কে আমদানি করা হয়েছে। শুল্কসহ যুক্তরাজ্যে তৈরি ‘রেঞ্জ রোভারের’ বাজার মূল্য পাঁচ কোটি এবং জার্মানির তৈরি ‘পোরশে’ গাড়িটির দাম ছয় কোটি টাকা। গাড়ির মালিকের বিরুদ্ধে পৃথক মামলা করা হবে।