চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের ১৫১ নং কক্ষ থেকে গাঁজা সেবনকালে পাঁচজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তল্লাশি অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, অর্থনীতি বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল, শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ১৪-১৫ শিক্ষাবর্ষের সুমন ত্রিপুরা, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের মইনুদ্দীন আমানউল্লাহ, বাংলা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল তামজীদ ও বাংলা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের এনামুল হাসান খান। এদের মধ্যে মইনুদ্দীন ও সুমন ত্রিপুরা আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, গাঁজা সেবনকালে সোহরাওয়ার্দী হল থেকে ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
