বিদেশে চিকিৎসা নেওয়ার চার কারণ : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা বৃদ্ধির জন্য চারটি কারণ দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আর্থিক স্বচ্ছলতা, বিদেশে চিকিৎসাপ্রীতি, হেলথ ট্যুরিজম ও ক্ষেত্রে বিশেষে উপযুক্ত চিকিৎসক স্বল্পতা- এই চার কারণে বাংলাদেশি রোগীদের একটি অংশ চিকিৎসার জন্য বিদেশ যায়। বাংলাদেশের রোগীদের বিদেশ চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন বলেও মন্ত্রী জানান।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমানের প্রশ্নে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে দেশের সব মেডিকেল কলেজ, বিশেষায়িত ও জেনারেল হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত করার মাধ্যমে উন্নত সেবা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশে বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিকমানের আধুনিক হাসপাতাল রয়েছে, যেখানে অন্য দেশ থেকে রোগী এসে চিকিৎসা গ্রহণ করছে।

সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নে মন্ত্রী জানান, গত নয় বছরে ৪২৭ জন ডেন্টাল সার্জনসহ ১৩ হাজার ৬৬৫ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। এসময় স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে ২৬ হাজার ৬৫৯জন কর্মচারী নিয়োগ হয়েছে।