চট্টগ্রাম: কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার সংঘঠিত চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা করেছে স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা টিনুর অনুসারীরা।
সোমবার টিনুর অনুসারী সুভাষ মল্লিক সবুজ নামের এক নেতা বাদি হয়ে এ মামলা করেন।
চকবাজার থানার ডিউটি অফিসার জানান, মামলায় এজাহারনামীয় ১১জন এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার দুপুরে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি এবং স্থানীয় যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় টিনু গ্রুপের তিন কর্মী জীবন, বাপ্পী ও ইমাম গুলিবিদ্ধ হয়। প্রথম দুজনের পায়ে এবং ইমামের পিঠে গুলি লাগে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
