৫ লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে ১ হাজার ২৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অধীনে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

চসিক সূত্রে জানা যায়, ৬ থেকে ১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ ইউনিট) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩০ হাজার শিশুকে একটি উচ্চক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ ইউনিট) ট্যাবলেট খাওয়ানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দেশব্যাপী অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুদের খাওয়ানোর উচ্চহার বজায় রাখা, শিশু মৃত্যুর ঝুঁকি ও ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশুর অন্ধত্ব প্রতিরোধ করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যকরী ভূমিকা পালন করবে।