চুয়েটে ‘সিভিল ডে-২০১৮’ উদ্যাপিত

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘টেকসই উন্নয়নের জন্য পুরকৌশল’ শ্লোগানে “সিভিল ডে-২০১৮” উদ্যাপিত হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের আয়োজনে ৪৪তম (‘১৩ ব্যাচ) ব্যাচের বিদায় উৎসব উপলক্ষে দিবসটির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার পুরকৌশল ভবনের সামনে থেকে সকাল ১১টায় আনন্দ র‌্যালির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ চুয়েট পরিবারের বিপুল সদস্য অংশগ্রহণ করে।

এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া এবং
ছাত্রকল্যাণ উপ-পরিচালক অধ্যাপক ড. জি.এম সাদিকুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ‘১৩ ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মোহাম্ম আলতাফ হোসাইন, রয়েল সিমেন্ট লিমিটেডের উপ-মহাব্যাবপক মোঃ দাউদ করিম, শিক্ষার্থীদের পক্ষে ‘১৪ ব্যাচের সায়মা জাহিন এবং ‘১৫ ব্যাচের জুবায়ের তাকীব। অনুষ্ঠানের শুরুতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। এরপর ‘টেকসই উন্নয়নের জন্য পুরকৌশল’ এই প্রতিপাদ্যের উপর কী-নোট স্পীকার হিসেবে মূল প্রবন্ধ উপ¯’াপন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

এদিকে সিভিল ডে-২০১৮ উপলক্ষে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে বিকাল ৪ ঘটিকায় ৪৪তম ব্যচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিলো রয়েল সিমেন্ট লিমিটেড।