চট্টগ্রাম: নগরীর কোতয়ালী থানার আইস ফ্যাক্টরি রোডে দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল গিয়ে ধাওয়া দিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুটি লম্বা দা উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর আহাম্মদ বলেন, আইস ফ্যাক্টরি রোড এলাকায় মাদক ব্যবসায়ী মোক্তার-রুহুল আমিন গ্রুপের সদস্য শফিকুল ইসলাম শফি সম্প্রতি খুন হন। এ খুনের মামলায় অপর গ্রুপের প্রধান কামালকে আসামি করা হয়। মঙ্গলবার সকালে কয়েকজন মুখোশধারী যুবক মোক্তার-রুহুল আমিন গ্রুপের দুইজনকে ধরে নিয়ে গেছে গুজব ছড়িয়ে পড়লে এ গ্রুপের সদস্যরা সবাই রাস্তায় নেমে অবরোধ করে। এসময় আরেকপক্ষ পাশের রেলওয়ে কলোনিতে অবস্থান নেয়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক অবরোধকারীদের সরিয়ে দেয়। এতে দুটি পক্ষ দুইদিকে অবস্থান নেয়। পরে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে দুটি লম্বা দা উদ্ধার করা হয়। দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কি না- তা নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
