সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় সোমবার সকালে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সেলিম বারী (৫৫) ও মো.রমিজ (৬৫)। নিহত রমিজের বাড়ি কক্সবাজার জেলার টইটং উপজেলায়। অন্যজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় একটি বিল্ডিং এ লোহা কাটার সময় সেলিম বারী নিহত হন। আর ভাটিয়ারি এলাকায় মূল সড়কে রমিজ মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন।

সোমবার সকালে দুইজনকে হা্সপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।